খেলাধুলা

ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের বাইরে বল ফেললেন ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক : বেঙ্গালুরুর এম. চিন্ময়স্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। টস হেরে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। দলীয় ৩৫ রানের মাথায় কোহলি আউট হওয়ার পর মাঠে নামেন এবি ডি ভিলিয়ার্স। ১৫তম ওভারে আউট হওয়ার আগে ৩০টি বল মোকাবেলা করেন তিনি। ৮টি ছক্কার পাশাপাশি ২টি চার মারেন। রান করেন ৬৮টি। ইমরান তাহিরের করা ১১তম ওভারের প্রথম বলে রিভার্স সুইপ করে বাউন্ডারি ছাড়া করেন। পরের বলটি ব্যাটে বলে করতে পারেননি। তৃতীয় বলটিকে লং লেগের উপর দিয়ে দর্শক সারিতে নিয়ে ফেলেন। চতুর্থ বলটিকে আর স্টেডিয়ামেই খুঁজে পাওয়া যায়নি। তাহিরের লেন্থ ডেলিভারির বলটিকে এমনভাবে উড়িয়ে মারেন যে বল স্টেডিয়ামের বাইরে গিয়ে পরে। তার ৬৮, ডি ককের ৫৩ ও মানদ্বীপ সিং এর ৩২ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরু। ৫ ম্যাচে মাঠে নেমে মাত্র ২টিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। চিন্ময়স্বামীর মতো স্টেডিয়ামে ২০৫ রানও জেতার জন্য যথেষ্ট হবে? রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/আমিনুল