খেলাধুলা

প্রাইম ব্যাংকের ঘরে বিসিএলের শিরোপা

ক্রীড়া প্রতিবেদক: দুই মৌসুম পর প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্রাঞ্চাইজি ভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতল প্রাইম ব্যাংক সাউথ জোন। তাহলে কি মাশরাফি বিন মর্তুজাকে পেয়ে জ্বলে উঠল প্রাইম ব্যাংক শিবির! বলার অপেক্ষা রাখে না মাশরাফির উপস্থিতি চাঙ্গা করেছে পুরো দলকে। আর ১৩ পয়েন্ট পিছিয়ে থেকে বিসিবি নর্থ জোনের বিপক্ষে মাঠে নেমে প্রাইম ব্যাংক জিতল শিরোপা। ৬ রাউন্ড শেষে প্রাইম ব্যাংকের পয়েন্ট ৬৫। আর বিসিবি নর্থ জোনের ৬২। খুলনায় বিসিএলের শেষ রাউন্ডে ইনিংস ও ৬৩ রানে জয় পেয়েছে মাশরাফি-রাজ্জাক-সোহানদের প্রাইম ব্যাংক। ব্যাটিং, বোলিং, লিডসহ জয়ের বোনাস পয়েন্ট পাওয়ায় বিসিএলের পঞ্চম আসরের শিরোপা উঠেছে প্রাইম ব্যাংকের ঘরে। এর আগে বিসিএলের দ্বিতীয় আসরের শিরোপা জিতেছিল তারা। শেষ রাউন্ডে জয়ের জন্য মরিয়া হয়ে ছিল প্রাইম ব্যাংক। নর্থ জোনকে ১৮৭ রানে গুটিয়ে প্রথম ইনিংসে লিড নেয় প্রাইম ব্যাংক। ৩৬৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে তারা। ২০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে নর্থ জোন। ১১৫ রানে শেষ হয় তাদের ইনিংস। তাতেই বিশাল জয় পায় কাজী নুরুল হাসান সোহানের দল। প্রাইম ব্যাংককে এ ম্যাচে একাই জিতিয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। ক্যারিয়ারে নবমবারের মতো ম্যাচে দশ বা তার বেশি উইকেট পেলেন ৩৫ বছর বয়সি রাজ্জাক। এছাড়া সাকলায়েন সজীব পেয়েছেন ৩ উইকেট। স্পিনারদের মঞ্চে ইমরুলও পেয়েছেন ১ উইকেট। তবে মাশরাফি পাননি কোনো উইকেট। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ২৪ রান। বৃহস্পতিবার ৩২ রানে দিন শুরু করে নর্থ জোন। প্রথম সেশনেই দশ উইকেট হারায় জহুরুল ইসলাম অমির দল। দলের সাত ব্যাটসম্যানই ছুঁতে পারেননি তিন অঙ্ক। সর্বোচ্চ ৪১ রান করে পরাজয়ের ব্যবধান কমান সোহরাওয়ার্দী শুভ। এছাড়া মিজানুর ২০, জুনায়েদ ১৬ ও জহুরুল ১০ রান করেন। ম্যাচসেরার পুরস্কার উঠে আব্দুর রাজ্জাকের হাতে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/ইয়াসিন