খেলাধুলা

দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে গেল। ২০২১ সালে ভারতে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির বদলে ওই বছর ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় আগে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই। মানে পরপর দুই বছরে হবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ! আজ কলকাতায় আইসিসির বোর্ড সভায় ভারতে ২০২১ চ্যাম্পিয়নস ট্রফির বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেশি দলকে বিশ্ব আসরে সুযোগ করে দিতেই এমন পরিবর্তন আনা হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পারে ৮ দল, আর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় ১৬ দল।  এর আগেও পরপর দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বসেছিল ইংল্যান্ডে, পরের বছর ওয়েস্ট ইন্ডিজে।  রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/পরাগ