খেলাধুলা

আইসিসির ঐতিহাসিক সিদ্ধান্ত, ১০৪ দেশ পাচ্ছে টি-টোয়েন্টি স্ট্যাটাস

ক্রীড়া ডেস্ক : কলকাতায় চলছে আইসিসির সভা। আজ বৃহস্পতিবার সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড রিচার্ডসন। তিনি জানান ক্রিকেট খেলুড়ে ১০৪ দেশই টি-টোয়েন্টি ক্রিকেটের মর্যাদা পাবে। অর্থাৎ ১০৪ দেশের পুরুষ কিংবা নারী দলের খেলা যেকোনো টি-টোয়েন্টি ম্যাচই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মর্যাদা পাবে। রিচার্ডসন বলেন, ‘২০১৮ সালের ১ জুলাই থেকে মেয়েদের সব ম্যাচই টি-টোয়েন্টি ম্যাচের মর্যদা পাবে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ছেলেদের সব ম্যাচই টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের মর্যাদা পাবে।’ বর্তমানে টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া দেশের সংখ্যা ১৮টি। ১২টি পূর্ণ সদস্য দেশ। তাদের সঙ্গে আছে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও নেপাল। রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/আমিনুল