খেলাধুলা

বল টেম্পারিংয়ের শাস্তি কঠোর হচ্ছে!

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। স্মিথ, ওয়ার্নারকে নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করে আইসিসি। তাদের চেয়ে একধাপ এগিয়ে গিয়ে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে স্মিথ ও ওয়ার্নারকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির সভায় বল টেম্পারিংয়ের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। বল টেম্পারিংয়ের জন্য বর্তমানে যে আইন ও শাস্তির ব্যবস্থা রয়েছে সেটাকে পুনর্মূল্যায়ন করে কঠোর আইন ও শাস্তির ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আজ বৃহস্পতিবার এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন বলেন, ‘আসলে জরিমানা, শাস্তি যথোপযুক্ত উত্তর নয়। আমরা চাই ক্রিকেট কমিটি বর্তমানে যে আইন ও শাস্তির ব্যবস্থা রয়েছে সেটা পুনর্মূল্যায়ন করে নতুন কিছু সুপারিশ করবে। এক্ষেত্রে কমিটিতে আমরা অ্যালান বোর্ডার ও শন পলকের মতো গ্রেটদের রাখার চিন্তা করছি।’ শুধু বল টেম্পারিংয়ের ক্ষেত্রেই নয়, মাঠে খেলোয়াড়দের আচরণের ক্ষেত্রেও কঠোর বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে আইসিসি। উইকেট পাওয়ার পর উদযাপন, প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ব্যবহার করা ভাষা, আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা, মাঠে খারাপ ভাষা ব্যবহার করা ও খেলোয়াড় আউট হয়ে চলে যাওয়ার সময় কোনো শব্দ কিংবা বাক্য ব্যবহারের ক্ষেত্রে কঠোর হচ্ছে আইসিসি।  রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/আমিনুল