খেলাধুলা

জেএফএ কাপের চূড়ান্ত পর্বে খুলনা

ক্রীড়া প্রতিবেদক : জাপান ফুটবল এসোসিয়েশনের সহায়তায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে উদ্যোগে এবং খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের খুলনা ভেন্যুতে খুলনা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রতিযোগিতার কো-স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। বৃহস্পতিবার খুলনা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে খুলনার কিশোরীরা ১-০ গোলে নড়াইল জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ার ফলে প্রতিযোগিতার চূড়ান্তপর্বে অংশ গ্রহণের সুযোগ পেল খুলনা জেলা। খুলনার পক্ষে খেলার ৫৫ মিনিটের সময় জয়সুচক একমাত্র গোলটি করেন ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় কুসিয়া। খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর পরিচালনায় খেলা শেষে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোর্তুজা রশিদী দারা। খুলনা দল : আখি মনি, নাছিমা, সোহানা, তামান্না, থুয়মা, শিরিনা, কুসিয়া, নাসরিন, ঝুমা, সিক্তা, শেফালী, জবা, রুমা, পূজা, মরিয়ম লাবনী। কোচ : এজাজ আহমেদ। টিম ম্যানেজার : মো. নুরুল ইসলাম খান কালু। খুলনা ছাড়াও জেএফএ কাপের চূড়ান্তপর্বে জায়গা করে নিয়েছে মাগুরা জেলা, লক্ষ্মীপুর জেলা ও রাজশাহী জেলা।  রাইজিংবিডি/খুলনা/২৬ এপ্রিল ২০১৮/রুবেল/আমিনুল