খেলাধুলা

দেখে নিন ২০১৯ বিশ্বকাপের পুরো সূচি

ক্রীড়া ডেস্ক : আইসিসি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে বসবে বিশ্বকাপের ১২তম আসর। ১০ দলের এই টুর্নামেন্ট হবে ১৯৯২ বিশ্বকাপের আদলে। যেখানে সিঙ্গেল-লিগ ফরম্যাটে প্রাথমিক পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেরা চার দল উঠবে সেমিফাইনালে। ৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর ফাইনাল হবে ১৪ জুলাই লর্ডসে। পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনাল হবে ইংল্যান্ডের বিখ্যাত এই মাঠে। সেমিফাইনাল ও ফাইনালে থাকবে রিজার্ভ ডে। ৯ জুলাই প্রথম সেমিফাইনাল (পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ দল) হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। দুই দিন পর দ্বিতীয় সেমিফাইনাল (পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল) হবে বার্মিংহামের এজবাস্টনে। ৪৬ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৪৮টি। ইংল্যান্ড ও ওয়েলসের মোট ১১টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। টুর্নামেন্টে দিবারাত্রির ম্যাচ আটটি।

৪৪

৬ জুলাই

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (দি/রা)

ম্যানচেস্টার

৪৫

ভারত বনাম শ্রীলঙ্কা

লিডস

৪৬

৯ জুলাই

প্রথম সেমিফাইনাল (১ বনাম ৪)

ম্যানচেস্টার

১০ জুলাই

রিজার্ভ ডে

 

৪৭

১১ জুলাই

দ্বিতীয় সেমিফাইনাল (২ বনাম ৩)

বার্মিংহাম

১২ জুলাই

রিজার্ভ ডে

 

৪৮

১৪ জুলাই

ফাইনাল

লর্ডস

১৫ জুলাই

রিজার্ভ ডে

     

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/পরাগ