খেলাধুলা

আবাহনীকে হারিয়ে দিল ফরাশগঞ্জ!

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে আবাহনী লিমিটেডকে। এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও কোনো গোল হয়নি। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) ফরাশগঞ্জের রফিকুল ইসলাম গোল করে জয় এনে দেন ফরাশগঞ্জকে।

 

তার আগে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের ১২ মিনিটে সাইফ স্পোর্টিং ক্লাবের ফাহিম গোল করে এগিয়ে নেন দলকে। আর ৭৮ মিনিটে ব্রাদার্সের আলমান গোল করে ম্যাচে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। বিকেলে ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ অন্যান্যরা। প্রিমিয়ার লিগে খেলা ১২টি দলের অনূর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে মাঠে গড়িয়েছে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৭-১৮’ পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক।

 

প্রিমিয়ার লিগের ১২টি দলের যুব দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথম পর্ব রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। ১২ মে অনুষ্ঠিত হবে ফাইনাল। ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ আর রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা। এছাড়া প্রত্যেকটি দল অংশগ্রহণ ফি হিসেবে ২ লাখ টাকা করে পাবে।  টুর্নামেন্টের অধিকাংশ খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়াজনিত কারণে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল  স্টেডিয়ামেও কিছু ম্যাচ হতে পারে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও টিম বিজেএমসি। ‘সি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর ‘ডি’ গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

 

২৬ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত হবে গ্রুপপর্বের খেলা। ৪ মে থেকে ৭ মে পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনাল। ৯ ও ১০ মে হবে দুটি সেমিফাইনাল। আর ১২ মে হবে ফাইনাল। রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/আমিনুল