খেলাধুলা

বায়ার্নের বিপক্ষে ইসকো খেলতে পারছেন না

ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকা রিয়াল ঘরের মাঠে খেলবে। কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন না স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। এখনো ব্যথা কমেনি। ব্যথার পরিমাণ বেশি থাকায় আজ তাকে ইনজেকশন দেওয়া হয়েছে। সোমবার অনুশীলনে তিনি সুবিধা করতে পারেননি। তাই অনুশীলন না করেই চলে যান পরীক্ষা করতে। ইসকো বেশ অস্বস্তিবোধ করছিলেন। এমন ম্যাচে ইসকোর না থাকাটা রিয়ালের জন্য ক্ষতির। কিন্তু ইনজুরির উপর তো কারো হাত নেই। এদিকে প্রথম লেগে ইনজুরিতে পরা বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেন খেলতে পারছেন না রিয়ালের বিপক্ষে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন-১ ও সনি টেন-২। ফাইনালে যেতে রিয়ালের জন্য ড্র-ই যথেষ্ট। অন্যদিকে বায়ার্ন মিউনিখ যদি ফাইনালে যেতে চায় তাহলে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে। ২-১ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৮/আমিনুল