খেলাধুলা

বল হাতে ৫ রানে ৮ উইকেট নিলেন ফাহিমা

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক রুমানা আহমেদ ও ফারজানা হক। আর বল হাতে ভেলকি দেখিয়েছেন ফাহিমা খাতুন। ১০ ওভার বল করে ৬ মেডেনসহ মাত্র ৫ রান দিয়ে ৮টি উইকেট নিয়েছেন তিনি! তাতে নর্থ ওয়েস্ট উইমেন দলের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮০ রানে। আর প্রস্তুতি ম্যাচে ৯০ রানে জয় পায় বাংলাদেশের মেয়েরা। রুমানার ১৩৬ ও ফারজানার ১০২ রানে ভর করে বাংলাদেশ ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে। জবাবে ফাহিমার বোলিংয়ে ৪৫.৪ ওভারে ১৮০ রানে অলআউটহয় নর্থ ওয়েস্ট উইমেন দল। ফাহিমা তার শিকারে পরিণত করেন অধিনায়ক ব্রিটসকে (৬২), নাপি (২০), বোথা (০), মোসালা (২), হেইন্স (০), রাম্পাই (০), হজম্যান (০) ও ইয়েকিলিকে (০)। ৫ ম্যাচ ওয়ানডে ও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন দক্ষিণ আফ্রিকায়। শুক্রবার থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ মে থেকে। রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৮/আমিনুল