খেলাধুলা

বিশ্বকাপের আগেই আর্সেনালের নতুন কোচ!

ক্রীড়া ডেস্ক : ‍আর্সেনালের কোচ হিসেবে আর দুই ম্যাচ বাকি আছে আর্সেন ওয়েঙ্গারের। এরপরই শেষ হয়ে যাবে ইংলিশ ক্লাবটিতে ফরাসি এই কোচের ২২ বছরের কোচিং ক্যারিয়ার। আর্সেনালে ওয়েঙ্গারের উত্তরসূরি কে হবেন, এ নিয়ে চলছে জোর আলোচনা। রাশিয়ায় বিশ্বকাপ শুরুর আগেই অবশ্য নতুন কোচ নিয়োগের ব্যাপারে আত্মবিশ্বাসী আর্সেনাল। ‘গানার’রা যদিও নতুন কোচ নিয়োগের নির্দিষ্ট কোনো সময়সীমার কথা জানায়নি। তবে আগামী ১৪ জুন বিশ্বকাপ শুরুর আগেই কোচের নাম ঘোষণা করা হতে পারে।  বার্সেলোনার প্রাক্তন কোচ লুইস এনরিক ওয়েঙ্গারের উত্তরসূরি হতে পারেন বলে গুঞ্জন আছে। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির নামও এসেছে। আর্সেনালের সম্ভাব্য নতুন কোচের দৌড়ে প্রাক্তন আর্সেনাল মিডফিল্ডার মাইকেল আর্তেতা ও প্যাট্রিক ভিয়েরা, মোনাকোর কোচ লিওনার্দো জার্ডিম এবং তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ কার্লো আনচেলত্তির নামও শোনা যাচ্ছে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন। রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৮/পরাগ