খেলাধুলা

রাইডু-আইয়ার-কৌলকে নিয়ে ভারতীয় দল

ক্রীড়া ডেস্ক: শ্রেয়াস আইয়ার ও আম্বাতি রাইডুকে দলে রেখে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে তারা ঢুকেছেন জাতীয় দলের স্কোয়াডে। এবারের আইপিএলে এখন পর্যন্ত আইয়ার ৩৫১ রান এবং রাইডু ৪২৩ রান করেছেন। ওয়ানডে দলে জায়গা পেলেও তারা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি। টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে বিসিসিআই।  সানরাইজার্স হায়দরাবাদের পেসার সিদ্ধার্থ কৌলকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। হায়দরাবাদের হয়ে ১৩ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার। এ ছাড়া পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুলকেও দলে ডেকেছে ভারত। পাঞ্জাবের হয়ে ৯ ইনিংসে ৩৭৬ রান করেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান। ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, আম্বাতি রাইডু, মাহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, জুজবেন্দ্র চাহাল, ওয়াসিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কৌল, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার। দলে ঢুকেছেন: লোকেশ রাহুল, ওয়াসিংটন সুন্দর, সিদ্ধার্থ কৌল ও উমেশ যাদব। দলের বাইরে: অজিঙ্কা রাহানে, মানিশ পান্ডে, কেদার যাদব, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর ও অক্ষর পাটেল। টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিশ পান্ডে, মাহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, জুজুবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ওয়াসিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কৌল ও উমেশ যাদব। দলে ঢুকেছেন: ওয়াসিংটন সুন্দর, সিদ্ধার্থ কৌল ও উমেশ যাদব দলের বাইরে: অক্ষর পাটেল, জয়দেব উনাদকাত ও শার্দুল ঠাকুর রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৮/ইয়াসিন