খেলাধুলা

বিশেষায়িত পেস বোলিং স্কোয়াডে ইয়াসিন-শরিফুল-হাসান

ক্রীড়া প্রতিবেদক : হাইপারফরম্যান্স ইউনিটের অধীনে একটি বিশেষায়িত পেস বোলিং স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে ডাক পেয়েছেন ইয়াসিন আরাফাত, শরিফুল ইসলাম, হাসান মাহমুদের মতো তরুণ ক্রিকেটার। জাতীয় দলে খেলা কামরুল ইসলাম রাব্বী, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহী, মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন স্কোয়াডে। বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাক পাওয়া পেসারদের ২২ মে দুপুর ১২টায় মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে রিপোর্ট করতে হবে। কক্সবাজারে হবে স্ট্রেংথ ও কন্ডিশনিং অনুশীলন। ক্যাম্প চলবে ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত। বিশেষায়িত পেস বোলিং স্কোয়াড: আবু জায়েদ চৌধুরী রাহী, কামরুল ইসলাম রাব্বী, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, ইমরান আলী এনাম, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, হোসেন আলী, আবু হায়দার রনি, ইয়াসিন আরাফাত, হাসান মাহমুদ, কাজী অনিক ইসলাম, রবিউল হক, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৮/পরাগ