খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং পজিশনে বাংলাদেশ: মুশফিক

ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তান সিরিজ যত ঘনিয়ে আসছে ততই দুশ্চিন্তা বাড়ছে মুশফিকুর রহিমের! বলার অপেক্ষা রাখে না আফগানিস্তানকে নিয়ে ভয় আছে বাংলাদেশ শিবিরে। শেষ যেবার ওরা বাংলাদেশ সফর করেছিলতখন ওয়ানডেতে হেরেছিল বাংলাদেশ। আর বর্তমান দলটি টি-টোয়েন্টিতে দূর্বার, অপ্রতিরোধ্য। ভয়ডরহীন ক্রিকেট খেলায় তারা পিছনে ফেলেছে বাংলাদেশকে। র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পরপরই বাংলাদেশের অবস্থান। আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং পজিশনে রয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুরে আজ মুশফিক বলেছেন,‘ওরা সর্বশেষ যখন এসেছিল, তখন আমরা তাদের কাছে একটা ম্যাচ হেরেছি। আমার মতে, আমরা চ্যালেঞ্জিং পজিশনে আছি। ওদের হোমগ্রাউন্ড, ওদের ভেন্যু, এটা ওদের জন্য বড় একটা সুবিধা হবে।’  

‘টি-টোয়েন্টিতে আফগানিস্তান অনেক ভয়ঙ্কর দল। ওরা এখন টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে। সামনে তারা টেস্ট খেলবে। ওয়ানডেতেও তারা খুব ভালো খেলছে। এবার তারা বিশ্বকাপের জন্যও কোয়ালিফাই করেছে। সুতরাং ওদের ফেভারেই সব কিছু থাকবে। চেনা মাঠে খেলবে তারা। সে দিক থেকে বলব আমরা একটু পিছিয়েই থাকব।’- যোগ করেন মুশফিক। দুশ্চিন্তার আরও কিছু কারণও মুশফিক যোগ করেন অন্য প্রশ্নের উত্তরে,‘আমার কাছে যেটা প্রধান দুশ্চিন্তা, অচেনা মাঠ, অচেনা পিচ; যে গুলো নিয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, নেই কোনো ধারণা। শুনেছি মাঠ অনেক সুন্দর। ভারতের মাঠ বিশ্বমানের হয়। ওরা মান নিয়ন্ত্রণ করে। মাঠটার আইসিসি অভিষেক হবে।’ বাংলাদেশ যে চাপে আছে তা মুশফিকের কথায় স্পষ্ট। ভয় আছে আফগানিস্তানের সেরা তারকা রশিদ খানকে নিয়েও। তার সঙ্গে যুক্ত হয়েছেন মুজিব-উর-রহমানও। দুজন স্পিনারকে সামলাতে বাংলাদেশের যে বেগ পেতে হবে তা বলার অপেক্ষা রাখে না। মুশফিকের কন্ঠেও একই সুর,‘রশিদ খান তো একজন বিশ্বমানের বোলার। আইপিএলে এক ম্যাচ ছাড়া তার বিরুদ্ধে ছয় সাতের বেশি রান কোনো ওভারে কেউ নিতে পারেনি। আমাদের জন্য তাই চ্যালেঞ্জিং হবে। ওদের শুধু রশিদ খান না, মুজিবও নতুন বলে ভালো বল করে থাকে। ’ তবে আফগানিস্তান চ্যালেঞ্জ ও রশিদ এবং মুজিবের চাপ কাটিয়ে উঠার সামর্থ্যও রয়েছে বাংলাদেশের,‘গত সিরিজে (নিদাহাস ট্রফি) টি-টোয়েন্টিতে আমরা যে রকম খেলেছি শ্রীলঙ্কার মাটিতে, সেটা আমাদের আত্মবিশ্বাস দিবে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো, ভারতের বিপক্ষে ভালো খেলাও গুরুত্বপূর্ণ ছিল। আমাদের ওইভাবে পরিকল্পনা করে এগোতে হবে। আশা করি আমরা পারব। কারণ আমাদের উচ্চদক্ষতাসম্পন্ন ক্রিকেটার আছে। তারা যদি ক্লিক করে তাহলে এটি খুব ভালো একটা সিরিজ হবে।’  

আফগানিস্তান, অচেনা মাঠ ও অচেনা উইকেটের সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ ভিন্ন কন্ডিশনও। দেরাদুনে প্রচন্ড গরম। গরমে নাভিশ্বাস হয়ে উঠবেন ক্রিকেটাররা। এজন্য রাতে ম্যাচ আয়োজন করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শ্রীলঙ্কায় প্রচন্ড গরমে খেলেছেন ক্রিকেটাররা। মুশফিকের মতে দেরাদুনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে বড় কোনো সমস্যা হবে না বাংলাদেশের ক্রিকেটারদের,‘যেটা বলা হচ্ছে, গরমে সমস্যা হতে পারে। আমরা শ্রীলঙ্কায়ও অনেক গরমে খেলেছি। তাই অতটা সমস্যাও হবে না। সেখানে যদি আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না। তবে মাঠটা অচেনা। এটা হয়তো বা একটা চ্যালেঞ্জ হবে। ওখানে একটা অনুশীলন ম্যাচ হবে। সেটা খেলে আমরা যতো দ্রুত মানিয়ে নিতে পারবো, ততো ভালো হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৮/ইয়াসিন/আমিনুল