খেলাধুলা

পিএসজি ছাড়ার পথ খুঁজছেন নেইমার!

ক্রীড়া ডেস্ক : রেকর্ড ২০০ মিলিয়ন ইউরোতে গ্রীষ্মের দল বদল মৌসুমে বার্সা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিয়েছেন নেইমার। এক মৌসুম খেলেছেন ফরাসি ক্লাবটির হয়ে। এর মধ্যেই কী হাঁপিয়ে উঠেছেন নেইমার? তার বাবা নেইমার সিনিয়রের গতিবিধি দেখে তাই মনে হচ্ছে। সম্প্রতি নেইমারের বাবা বিখ্যাত ফুটবল এজেন্ট পিনি জাহাবির সঙ্গে ফ্রান্সে দেখা করেছেন। জাহাবি চেলসির মতো বড় ক্লাবের মালিকানা বদলের এজেন্ট হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন বড় বড় দল বদলে। নেইমারের পিএসজিতে যাওয়ার পেছনেও তার হাত ছিল। সম্প্রতি নেইমারের বাবা জাহাবির দ্বারস্থ কেন হয়েছেন? তবে কী তিনি তার ছেলেকে পিএসজি থেকে সরিয়ে আনতে পথ খুঁজছেন? গুঞ্জন শোনা যাচ্ছে নেইমার ইংল্যান্ডে যেতে চান না। তার পক্ষে বার্সায় ফেরা সম্ভব না। বায়ার্ন মিউনিখেও যাবেন না। বার্সা কিংবা বায়ার্ন এখন পর্যন্ত তার জন্য সেইরকম কোনো আগ্রহও দেখায়নি। তবে রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নিতে শুরু থেকেই আগ্রহী। ২০১৩ সালে নেইমার যখন সান্তোসে খেলতেন সেই থেকেই ব্রাজিলিয়ান তারকার বিষয়ে আগ্রহী রিয়াল। তাকে ২০১৩ সালে ১০০ মিলিয়ন দিয়েও কিনতে চেয়েছিল তারা। সে কারণে নেইমারের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, ক্রিস্টিয়ানো রোনালদোসহ সিনিয়র ফুটবলাররা নেইমারের ব্যাপারে ইতিবাচক। তবে কী নেইমার শেষ পর্যন্ত রিয়ালেই আসবেন? সেটা সময়ই বলে দেবে। তথ্যসূত্র : স্প্যানিশ ক্রীড়া পত্রিকা ‘মার্কা’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৮/আমিনুল