খেলাধুলা

মধুর সমস্যায় জিনেদিন জিদান!

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপার হাতছানি রিয়াল মাদ্রিদের। ২০১৬ এবং ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক করতে পারবে তো রিয়াল মাদ্রিদ? ২৬ মে তাদের ফাইনাল ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের বিপক্ষে। লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে মধুর যন্ত্রনায় রিয়াল মাদ্রিদের বস জিনেদিন জিদান! দল নির্বাচন নিয়ে তার মাথায় হাত। বিশেষ করে গতকাল রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের পর জিদান পড়েছেন মহা যন্ত্রনায়।  

ম্যাচে দুর্দান্ত খেলেছেন গ্যারেথ বেল। ইনফর্ম বেল করেছেন দুটি গোল। এর আগে বার্সেলোনার বিপক্ষেও দারুণ গোল করে প্রশংসিত হয়েছেন বেল। এছাড়া ইনজুরি থেকে ফেরা ইসকো দারুণ গোল করেছেন। কোনাকুনি শটে তার গোলটি ছিল চোখধাঁধানো। বেনজামা গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন। একাধিক আক্রমণও করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো ইনজুরিতে। ফাইনালের আগে সুস্থ হয়ে ফিরবেন সিআর সেভেন। রোনালদোর সঙ্গী হবেন কে? উত্তরটা জানার জন্য অপেক্ষা করতে হবে ২৬ মে পর্যন্ত। তবে জিদান স্বীকার করে নিলেন, ফাইনালের আগে দল নির্বাচনে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।   জিদান বলেছেন,‘এটা ভালো যে সবাই এখন একই সুঁতোয় গাথা। এটা আবার মাথা ব্যাথার কারণও! ফাইনালের জন্য দল নির্বাচন সত্যিই কঠিন হয়ে যাবে। তবে আমরা সবাই পেশাদার।’  

বেলকে নিয়ে জিদান বলেছেন,‘ও দারুণ খেলেছে। ও নিজেকে প্রমাণ করেছে। আজ সবকিছুতেই ও ভালো করেছে। আমি ওর জন্য খুশি। এটা সবথেকে ভালো জিনিস যে আমরা মৌসুম শেষে পুরো দলটা ফর্মে আছি।’ এদিকে সেল্টা ভিগোর বিপক্ষে গোলরক্ষক কাইলর নাভাসও ছিল অসাধারণ। কয়েকটি সেভ করে রিয়ালকে গোল হজম থেকে বাঁচিয়েছেন। জিদান প্রশংসায় ভাসিয়েছেন নাভাসকেও,‘আমি তার জন্য খুশি। দুবার কি তিনবার ও আমাদের বাঁচিয়েছে। ওর পারফরম্যান্সে আমরা আশাবাদী। ও আমাদের হয়ে সামনেও একই পারফরম্যান্স ধরে রাখবে। আমাদের জন্য ও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ তথ্যসূত্র: মার্কা

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/ইয়াসিন