খেলাধুলা

লিগ ওয়ানের বর্ষসেরা নেইমার

ক্রীড়া ডেস্ক : চোটের কারণে মৌসুমের শেষ তিন মাস মাঠে নামতে পারেননি। তবে শুরুর দিকে দারুণ পারফরম্যান্সের সুবাদে লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত বছরের আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার আগে পিএসজিতে দুর্দান্ত ফর্মে ছিলেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৩০ ম্যাচে করেন ২৮ গোল। এর মধ্যে লিগ ওয়ানে ২০ ম্যাচে ১৯ গোল ও ১৩ অ্যাসিস্ট তাকে এনে দিয়েছে বর্ষসেরার পুরস্কার। বর্ষসেরা হওয়ার দৌড়ে নেইমার পেছনে ফেলেছেন পিএসজি সতীর্থ এডিসন কাভানিকে। রোববার রাতে নেইমারের হাতে পুরস্কারটা তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। পিএসজির কাইলিয়ান এমবাপে পেয়েছেন ‘বেস্ট হোপ’ অ্যাওয়ার্ড। মার্শেইয়ের স্টিভ মানদান্দা সেরা গোলরক্ষক ও বোর্দের ম্যালকম জিতেছেন সেরা গোলের পুরষ্কার। বর্ষসেরা কোচ হয়েছেন পিএসজির উনাই এমেরি। মৌসুমের সেরা দলেও পিএসজির আধিপত্য। নেইমারসহ এই দলে আছেন পিএসজির সাতজন। রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৮/পরাগ