খেলাধুলা

নতুন কোচ পেল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক : ভালো পারফরম্যান্স করতে না পারায় ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্ব পেরুতে পারেনি জিম্বাবুয়ে। ব্যর্থতার কারণে জিম্বাবুয়ের কোচ হিথ স্ট্রিককে গত মার্চে বহিস্কার করে জিম্বাবুয়ে ক্রিকেট। প্রায় দুই মাস পর নতুন কোচ পেল তারা। ভারতের প্রাক্তন ওপেনার লালচান্দ রাজপুত, সিকান্দার রাজা ও  ব্রেন্ডন টেলরদের দায়িত্ব নিতে যাচ্ছেন। জিম্বাবুয়ে ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে। ভারতের হয়ে দুটি টেস্ট এবং চারটি ওয়ানডে খেলা রাজপুত ২০০৭ সালে ভারতীয়দের দায়িত্বেও ছিলেন। তার হাত ধরে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া দীর্ঘদিন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতেও কাজ করেছেন। ৫৬ বছর বয়সি এ কোচ কাজ করেছেন আফগানিস্তান ক্রিকেট দলকে নিয়েও। জুলাইয়ে হারারেতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এর আগে জিম্বাবুয়ের দায়িত্ব বুঝে নিবেন রাজপুত। তথ্যসূত্র: এএফপি রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৮/ইয়াসিন