খেলাধুলা

কোহলিদের বিদায় করে টিকে রইলেন রাহানেরা

ক্রীড়া ডেস্ক : ম্যাচটা ছিল দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। হারলে বাদ, জিতলে টিকে থাকবে আশা- এমন সমীকরণে আজ আইপিএলে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। যেখানে ৩০ রানের জয়ে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখল অজিঙ্কা রাহানের রাজস্থান। অন্যদিকে এই হারে প্লে অফে খেলার দৌড় থেকে ছিটকে পড়ল বিরাট কোহলির বেঙ্গালুরু। জয়পুরে টস জিতে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠির ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করেছিল রাজস্থান। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ৫৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৮০ রানে অপরাজিত ছিলেন রাহুল। এ ছাড়া অধিনায়ক রাহানে ৩৩, হেনরিখ ক্লাসেন ৩২ ও কৃষ্ণাপ্পা গৌতম ৫ বলে ১৪ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। বেঙ্গালুরু উমেশ যাদব সর্বোচ্চ ৩ উইকেট নেন ২৫ রানে। লক্ষ্য তাড়ায় ২০ রানেই অধিনায়ক কোহলির উইকেট হারায় বেঙ্গালুরু। গৌতমের বলে বোল্ড হয়ে যান ভারতীয় অধিনায়ক। তবে পার্থিক প্যাটেল ও এবি ডি ভিলিয়ার্স জুটি আশাই দেখাচ্ছিল বেঙ্গালুরুকে। কিন্তু ৫৫ রানের এ জুটি ভাঙতেই ধসে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ৭৫ থেকে দ্রুতই বেঙ্গালুরুর স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৯৮! অর্থাৎ ২৩ রানের মধ্যেই নেই ৫ উইকেট! এর চারটিই নেন লেগ স্পিনার শ্রেয়াস গোপাল। তিনজন ব্যাটসম্যানই আবার স্টাম্পড হয়েছেন! গোপালের দেওয়া ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি বেঙ্গালুরু। ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ১৩৪ রানে। ডি ভিলিয়ার্স ৫৩ ও প্যাটেল করেন ৩৩ রান। ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন গোপাল। ২টি করে উইকেট পেয়েছেন বেন লাফলিন ও জয়দেব উনাডকট। নিজেদের শেষ ম্যাচে এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে রাজস্থান। তবে প্লে-অফে খেলতে হলে অন্য দলগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা বেঙ্গালুরুর আইপিএল যাত্রা শেষ হয়ে গেল। রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৮/পরাগ