খেলাধুলা

প্লে’ অফে সাকিবদের প্রতিপক্ষ ধোনির চেন্নাই

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্বে খেলা শেষ হয়েছে রোববার। ডাবল লিগ পদ্ধতিতে ৮টি দল মোট ম্যাচ খেলেছে ৫৬টি। এরই মধ্যে প্লে’ অফ নিশ্চিত করেছে চারটি দল। ১৪ ম্যাচে ৯ জয় ও ৫ হার নিয়ে সবার ওপরে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক জয়-পরাজয় মাহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংসের। রান রেটে এগিয়ে থাকায় সাকিবরা শীর্ষে। দুই দল প্লে’ অফের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আগামীকাল মঙ্গলবার। প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচটি হবে মুম্বাইয়ে উয়াংখেড়ে স্টেডিয়ামে। যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। যারা হারবে তাদের আরেকটি সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। এলিমিনেটর ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। ইডেনে তাদের ম্যাচটি হবে ২৩ মে। যারা জিতবে তাদের ফাইনালে আগে খেলতে হবে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ। প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ। বিজয়ী দল যাবে ফাইনালে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে মুম্বাইয়ে। এবার প্লে’ অফ নিশ্চিত করেতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলাভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলস। রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/ইয়াসিন