খেলাধুলা

বোর্ডারের বিশ্ব রেকর্ড ছুঁলেন কুক

ক্রীড়া ডেস্ক : দারুণ এক কীর্তি গড়লেন অ্যালিস্টার কুক। টানা সবচেয়ে বেশি টেস্ট খেলার বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন ইংল্যান্ডের এই ওপেনার ব্যাটসম্যান। এতদিন রেকর্ডটা ছিল অ্যালান বোর্ডারের। টানা ১৫৩ টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। ক্যারিয়ারের ১৫৬ টেস্টের শেষ ১৫৩টিই বোর্ডার খেলেছেন টানা। বৃহস্পতিবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমে বোর্ডারের রেকর্ডে ভাগ বসালেন কুক। টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ২০০৬ সালে অভিষেকের পর থেকে ইংল্যান্ডের মাত্র একটি টেস্টেই দলে ছিলেন না কুক। মুম্বাইয়ে সে ম্যাচে অসুস্থতার কারণে তিনি খেলতে পারেননি। যেটি হতো তার তৃতীয় টেস্ট। এরপর থেকে খেলেছেন দেশের সব টেস্টেই। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেললেই কুক ছাড়িয়ে যাবেন বোর্ডারকে। লিডসে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১ জুন।  টানা সবচেয়ে বেশি টেস্ট:

খেলোয়াড়

দল

ম্যাচ

হতে

পর্যন্ত

অ্যালান বোর্ডার

অস্ট্রেলিয়া

১৫৩

১০ মার্চ ১৯৭৯

২৫ মার্চ ১৯৯৪

অ্যালিস্টার কুক

ইংল্যান্ড

১৫৩*

১১ মে ২০০৬

২৪ মে ২০১৮

মার্ক ওয়াহ

অস্ট্রেলিয়া

১০৭

৩ জুন ১৯৯৩

১৯ অক্টোবর ২০০২

সুনীল গাভাস্কার

ভারত

১০৬

২৩ জানুয়ারি ১৯৭৫

২ ফেব্রুয়ারি ১৯৮৭

ব্রেন্ডন ম্যাককালাম

নিউজিল্যান্ড

১০১

১০ মার্চ ২০০৪

২০ ফেব্রুয়ারি ২০১৬

     

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/পরাগ