খেলাধুলা

২০২৩ পর্যন্ত টটেনহামে পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক : টটেনহামের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন মাউরিসিও পচেত্তিনো। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে থাকবেন এই আর্জেন্টাইন কোচ। ৪৬ বছর বয়সি পচেত্তিনো টটেনহামের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ২০১৪ সালের মে মাসে। তার অধীনে শেষ দুই মৌসুমেই সেরা তিনে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে টটেনহাম। স্পার্সরা ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগ শেষ করেছিল দ্বিতীয় স্থানে থেকে, আর ২০১৭-১৮ মৌসুমে তৃতীয় হয়ে। ১৯৯৫ সালের পর লন্ডনের ক্লাবদের মধ্যে সবার ওপরে থেকে এবার তারা লিগ শেষ করেছে। পচেত্তিনোর সঙ্গে নতুন চুক্তি করে উচ্ছ্বসিত টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি, ‘পচেত্তিনোর সঙ্গে নতুন চুক্তি করে আমি আনন্দিত।’ ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, নতুন চুক্তিতে বার্ষিক সাড়ে আট মিলিয়ন পাউন্ড বেতন পাবেন পচেত্তিনো। প্রথম দলের কোচিং স্টাফের জেসুস পেরেজ, মিগুয়েল ডি’আগস্টিনো এবং টনি জিমিনেজও নতুন চুক্তিতে রাজি হয়েছেন। সদ্য শেষ হওয়া মৌসুমে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ঘরের মাঠ হিসেবে খেলেছে টটেনহাম। ২০১৮-১৯ মৌসুমে পুনর্নির্মিত হোয়াইট হার্ট লেনে ফেরার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/পরাগ