খেলাধুলা

ক্রিকেট মাঠে ‘স্মার্ট’ ঘড়ি নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট মাঠে ক্রিকেটারদের ‘স্মার্ট’ ঘড়ি পরা নিষিদ্ধ করেছে আইসিসি। বৃহস্পতিবার লর্ডস টেস্টের প্রথম দিনে ‘স্মার্ট’ ঘড়ি পরে মাঠে নেমেছিলেন পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার। দিনের খেলা শেষে পাকিস্তানের ক্রিকেটারদের ‘স্মার্ট’ ঘড়ি পরে মাঠে নামতে নিষেধ করেন আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট বা আকসুর কর্মকর্তারা। শুক্রবার আইসিসিও এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আইসিসির খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়াল এরিয়া (পিএমওএ) রেগুলেশন অনুযায়ী, ‘স্মার্ট’ ঘড়ি পরে মাঠে নামা যাবে না। লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের পেসার হাসান আলী বলেন, ‘আকসু কর্মকর্তা আমাদের বলেছেন, এটা (স্মার্ট ঘড়ি) পরার অনুমোদন নেই। তাই আমাদের কেউ আর এটা পরবে না।’ ‘স্মার্ট’ ঘড়ি আসলে এক ধরনের যোগাযোগমাধ্যমও। তাই খেলা শুরুর আগে ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের ফোন কিংবা যোগাযোগের যেকোনো ‘ডিভাইস’ আকসুর কাছে জমা দিতে হয়। দিনের খেলা শেষে তা আবার তাদের ফেরত দেওয়া হয়। আইসিসির এক মুখপাত্র ইএসপিন-ক্রিকইনফোকে বলেছেন, ‘স্মার্ট ঘড়িগুলো ফোন কিংবা ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত হয়ে বার্তা গ্রহণ করতে পারে, যেটা আইনের পরিপন্থী। যোগাযোগমাধ্যমটি অকার্যকর না করলে এটাকে ফোন হিসেবেই ধরা হয়।’

       

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/পরাগ