খেলাধুলা

লর্ডস টেস্টে পাকিস্তানের লিড

ক্রীড়া ডেস্ক : লর্ডস টেস্টে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম দিনে মোহাম্মদ আব্বাস ও হাসান আলীর অসাধারণ বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র । শুক্রবার দ্বিতীয় দিনে চা বিরতির আগেই সেটি পেরিয়ে গেছে পাকিস্তান। প্রথম দিনের ১ উইকেটে ৫০ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। আজহার আলী ১৮ ও হ্যারিস হোসেন ২১ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। সোহেল ব্যক্তিগত ৩৯ রানে থামলে ভাঙে ৭৫ রানের দ্বিতীয় উইকেট জুটি। মার্ক উডের বলে আউট হওয়ার আগে ৯৫ বলে ৫ চারে ইনিংসটি সাজান সোহেল। আজহার তুলে নিয়েছিলেন ফিফটি, ১৩৩ বলে। কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি। ১৩৬ বলে ৬ চারে ঠিক ৫০ রানে জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হয়ে যায় প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। চতুর্থ উইকেটে ৮৪ রানের ভালো একটি জুটি গড়েন আসাদ শফিক ও বাবর আজম। দুজন দলের স্কোর দুইশ পার করেন। বেন স্টোকসের বলে আউট হওয়ার আগে ১০০ বলে ৬ চার ও এক ছক্কায় শফিক করেন ৫৯ রান। অধিনায়ক সরফরাজ আহমেদ অবশ্য ৯ রানের বেশি করতে পারেননি। কিছুক্ষণ পর চোট পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন বাবরও (৬৮)। এরপর ষষ্ঠ উইকেটে পঞ্চাশ রানের জুটিতে দলের স্কোর তিনশ পার করেছেন শাদাব খান ও ফাহিম আশরাফ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৩০৮ রান । শাদাব ৩০ ও ফাহিম ৩৭ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের লিড তখন ১২৪ রান।  

   

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/পরাগ