খেলাধুলা

জিদান আমার শৈশবের হিরো : সালাহ

ক্রীড়া ডেস্ক : জিনেদিন জিদান যখন তারকা ফুটবলার তখন মোহাম্মদ সালাহ কৈশরে পা দিয়েছিলেন। সেই সালাহ এখন তারকা বনে গেছেন। আর জিদান হয়েছেন কোচ। বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ। আজ শনিবার দিবাগত রাতে সেই জিদানের ক্লাবের বিপক্ষেই ইউরোপ সেরাার ফাইনালে মাঠে নামবে মোহাম্মদ সালাহ’র লিভারপুল। ফাইনালের আগে উয়েফার ওয়েবসাইটে মিশরীয় তারকা সালাহ’র একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে সালাহ রিয়াল মাদ্রিদের প্রশংসা করার পাশাপাশি জিনেদিন জিদানকে তার শৈশবের হিরো বলে উল্লেখ করেছেন, ‘আমার শৈশবের আদর্শ ও হিরোদের তালিকায় আছেন টট্টি, ব্রাজিলের রোনাল্ডো ও জিনেদিন জিদান।’ রিয়াল মাদ্রিদকে সমীহ করে সালাহ বলেন, ‘রিয়াল মাদ্রিদ এমনই একটি দল যারা এই ট্রফিটি অন্য যেকোনো ক্লাবের চেয়ে বেশিবার জিতেছে। গেল চার বছরে তারা চ্যাম্পিয়নস লিগের তিনটি শিরোপা জিতেছে। কিন্তু ফাইনাল একটা ম্যাচ। দুটি ম্যাচ নয়। সুতরাং আমরা শুধু একই ম্যাচটি নিয়েই ভাবছি। আমরা অতীতের কিছু নিয়ে ভাবতে চাই না। যখন আমরা মাঠে খেলব তখন ১১ জনের বিপক্ষে ১১ জন খেলব। অতীত ইতিহাস নয়।’ চ্যাম্পিয়নস লিগের প্রাইজমানি বিশ্ব ফুটবলে অন্যতম সর্বোচ্চ। কিন্তু মোহাম্মদ সালাহ এই প্রাইজমানি নিয়ে ভাবছেন না। তারা যে ফাইনালে পৌছাতে পেরেছে তাতেই খুশি, ‘আসলে এই বিষয়ে কী বলব আমি ঠিক জানি না। তবে চ্যাম্পিয়নস লিগ জেতাটা সত্যিই অসাধারণ কিছু। বিশাল কিছু। আসলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলাটা আমার স্বপ্ন ছিল। সেটা সত্যি হল।’ রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৮/আমিনুল