খেলাধুলা

গ্যারেথ বেলও রিয়াল মাদ্রিদ ছাড়বেন?

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে রিয়ালে নিজের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন রোনালদো। একইভাবে গ্যারেথ বেলও রিয়ালে তার ভবিষ্যত অনিশ্চিত বলে উল্লেখ করেছেন। রিয়ালে তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে বেল বলেন, ‘আমি আসলে জানি না। আমাকে আমার এজেন্টের সঙ্গে বসতে হবে। কারণ, আমি প্রত্যেক সপ্তাহেই খেলতে চাই। সম্ভবত আমি এখানে থাকব। হয়তো থাকবো না।’ গ্যারেথ বেল সদ্য সমাপ্ত মৌসুমে অনেকবার বেঞ্চে থেকেছেন। বেঞ্চে থাকাটা তার মতো খেলোয়াড়ের জন্য সব সময়ই হতাশার। বিষয়টি বেল নিজেও স্বীকার করেছেন, ‘এটা আসলে সত্যিই হতাশাজনক। আমি অনুভব করেছি যে আমার খেলা উচিত। আমি ভালো খেলছি। তবে আমি এও জানি যে দল মানে পুরো স্কোয়াড, শুধু ১১ জন নয়।’ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অসাধারণ দুটি গোল করেছেন তিনি। মাঠে নেমে তিন মিনিটের মাথায় বাইসাইকেল কিক থেকে করেন একটি গোল। অপরটি করেন ৩০ গজ দূর থেকে। ফাইনালের মতো বড় মঞ্চে গোল করতে পেরে যারপরনাই আনন্দিত ওয়েলস তারকা, ‘আসলে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। শিরোপা জেতা এবং আরো ইতিহাস গড়া। হ্যাঁ, আমি বলব যে এটা আমার সেরা গোল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো বড় মঞ্চে এমন গোল করাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি সব সময় এভাবে গোল করার চেষ্টা করেছি।’ তিনি আরো বলেন, ‘মার্সেলো যখন বলটি আমার দিকে বাড়িয়ে দিল, তখন দেখলাম আদর্শ উচ্চতায় বলটি আসছে। ভাবলাম এই তো সুযোগ। চেষ্টা করে দেখা যাক। বলটিকে জালে জড়াতে দেখাটা ছিল খুবই আনন্দের। আসলে প্রত্যেকটা গোলই হিসাব করা হয়। জেতার জন্য ওই গোলটা ছিল গুরুত্বপূর্ণ।’ বিশ্বকাপে নেই বেলের দেশ ওয়েলস। তাই চ্যাম্পিয়নস লিগ শেষে তার হাতে এখন অখ- অবসর। রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৮/আমিনুল