খেলাধুলা

অনবরত হুমকি পেয়ে ফোন নম্বর বদলালো রামোস ও তার পরিবার

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের মোহাম্মদ সালাহকে কড়া ট্যাকেল করে শত্রুতে পরিণত হয়েছেন সার্জিও রামোস। বিশেষ করে লিভারপুল ও মিশরের সমর্থকদের। ওই ঘটনার পর থেকে প্রতিনিয়ত এসএমএস ও ফোন কলের মাধ্যমে হুমকি পেয়ে আসছেন রামোস ও তার পরিবারের সদস্যরা। ফোনে ও এসএমএসের মাধ্যমে তাদের গালাগাল দেওয়ার পাশাপাশি নানাভাবে হেনস্থা করা হয়। কেউ কেউ মৃত্যুর হুমকিও দিয়েছে। কলগুলোর অধিকাংশই এসেছে ইংল্যান্ড ও মিশর থেকে। এসএমএসে কেউ কেউ তাকে কসাই বলে গালি দিয়েছেন। কেউবা অকথ্য ভাষায় গালি দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তাই বাধ্য হয়ে রামোস ও তার পরিবারের সদস্যরা ব্যক্তিগত মুঠোফোন নম্বর পরিবর্তন করে ফেলেছেন। এদিকে ওই ঘটনার পর রামোসকে শাস্তি দিতে ৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করে উয়েফার কাছে শাস্তি দাবি করেছে মিশরের ফুটবল ভক্তরা। পাশাপাশি মিশরের একজন আইনজীবী রামোসের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলাও করেছেন। রামোসের কড়া ট্যাকেলে ইনজুরিতে পড়েন মোহাম্মদ সালাহ। তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। তবে মিশরের হয়ে বিশ্বকাপ খেলতে আশাবাদী সালাহ। তাকে বিশ্বকাপে পেতে আশাবাদী মিশরও। রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৮/আমিনুল