খেলাধুলা

ফিরেই নেইমারের দুর্দান্ত গোল, জিতল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : চোট কাটিয়ে ফেরার ম্যাচেই দুর্দান্ত এক গোল করলেন নেইমার। শেষ মিনিটে স্কোরশিটে নাম লেখালেন রবার্তো ফিরমিনোও। তাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ এক জয়ে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ব্রাজিল। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে রোববার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে তিতের দল। পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগের ম্যাচে গত ফেব্রুয়ারিতে পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙে যায় নেইমারের। তিন মাসের বেশি সময় পর রোববারের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেই গোল পেলেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড।  ব্রাজিল কোচ তিতে আগেই জানিয়েছিলেন, নেইমার মাঠে নামবেন দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধে ফার্নান্দিনহোর বদলি হিসেবে মাঠে আসেন নেইমার। তখনো স্কোরলাইন গোলশূন্য। প্রথমার্ধে ক্রোয়েশিয়া দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। দারুণ দুটি সেভ করেন ব্রাজিল গোলরক্ষক।  ৬৯ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। প্রায় মাঝমাঠ থেকে উইলিয়ান বল বাড়ান ফিলিপে কুতিনহোকে। বার্সেলোনা মিডফিল্ডার আবার বল দেন বাঁ দিয়ে নেইমারকে। বল নিয়ে বক্সের ভেতর ঢুকে প্রথমে দুই খেলোয়াড়কে কাটান নেইমার। এরপর ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। ২০১৪ বিশ্বকাপে এই ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন নেইমার। 

ব্রাজিলের হয়ে নেইমারের গোল হলো ৫৪টি। আর একটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন দেশটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রোমারিওকে (৫৫)। ওপরে থাকবেন শুধু রোনালদো (৬২) ও পেলে (৭৭)। যোগ করা সময়ের একেবারে শেষ মিনিটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন ফিরমিনো। কাসেমিরোর ক্রস বক্সের ভেতর বুক দিয়ে নামিয়ে ক্রোয়েশিয়ার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান লিভারপুলের ফরোয়ার্ড। গত মার্চে প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ব্রাজিল। বিশ্বকাপের আগে আগামী রোববার অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবেন নেইমাররা। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘ই’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ সার্বিয়া ও কোস্টারিকা। 

   

রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৮/পরাগ