খেলাধুলা

রিয়ালের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন আলেগ্রি

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়ার পাঁচ দিন পরই কোচের পদ থেকে পদত্যাগ করেন জিনেদিন জিদান। মঙ্গলবার স্পেনের প্রাক্তন কোচ জুলেন লোপেতেগুইকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি জানালেন, তাকেও কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল রিয়াল। এবং প্রস্তাবটা তিনি ফিরিয়ে দেন। জিদানের পদত্যাগের পর থেকেই কোচ খুঁজছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে জিদানের উত্তরসূরি হওয়ার দৌড়ে যে কজনের নাম শোনা যাচ্ছিল, আলেগ্রি তাদের অন্যতম। জুভেন্টাসের কোচ হিসেবে নিজের প্রথম চার মৌসুমেই তিনি সিরি ‘আ’ শিরোপা জিতেছেন। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ‘অঙ্গীকারবদ্ধ’ হওয়ার কারণেই তিনি রিয়ালের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। স্কাই স্পোর্টস ইতালিয়াকে আলেগ্রি বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদকে না বলেছি। ফ্লোরেন্তিনো পেরেজের (রিয়াল মাদ্রিদ সভাপতি) সঙ্গে ফোনে আমি এটি করেছি। কারণ, আমি জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আগনেলিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম।’ প্রস্তাবের জন্য রিয়াল সভাপতিকে ধন্যবাদও জানান জুভেন্টাস কোচ, ‘এই প্রস্তাবের জন্য ফ্লোরেন্তিনোকে ধন্যবাদ জানাই আমি। কিন্তু তাকে জানিয়ে দিই, আমি প্রস্তাব গ্রহণ করতে পারব না, জুভেন্টাসের কাছে আমি ঋণী।’

       

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/পরাগ