খেলাধুলা

রোনালদোর ২ বছরের কারাদণ্ড, ১৯ মিলিয়ন জরিমানা

ক্রীড়া ডেস্ক : কর ফাঁকির মামলায় বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দুই বছরের কারাদণ্ড দিয়েছে স্প্যানিশ আদালত। পাশাপাশি ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে তাকে। রোনালদো এই জেল জরিমানা মেনে নিয়েছেন।  বিশ্বকাপে স্পেনের বিপক্ষে পর্তুগালের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে এই খবর ছড়িয়ে পড়ে।  গেল বছর ৩৩ বছর বসয়ী পুর্তগীজ তারকার বিরুদ্ধে ১২.৯ মিলিয়ন পাউন্ড কর ফাঁকির অভিযোগ আনা হয়। কিন্তু রোনালদো সেটা অস্বীকার করেন। এরপর রোনালদো স্প্যানিশ সরকারকে ১২.৯ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু স্পেনের সরকার সেই প্রস্তাব ফিরিয়ে দেয়।  এরপর স্প্যানিশ আদালত কর ফাঁকির মামলায় শুক্রবার রোনালদোকে ২ বছরের কারাদ- দেয়। অবশ্য রোনালদোকে কারাবাস করতে হবে না। কেবল ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দিলেই হবে। স্পেনের আইন অনুযায়ী প্রথমবার কোনো অপরাধে কারো দুই বছরের কারাদ- হলে সেটা কার্যকরা করা হয় না। হাজতে থাকতে হয় না তাকে। রোনালদোকেও কারাবাস করতে হবে না। 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৮/আমিনুল