খেলাধুলা

একদিনে দুইবার ভাঙল বিশ্ব রেকর্ড!

ক্রীড়া ডেস্ক : এ মাসে ক্রিকেটের রেকর্ড ভাঙা-গড়া চলছেই। এবার যেমন এক বিশ্ব রেকর্ড একই দিনে ভাঙল দুই-দুইবার! গত সপ্তাহে ডাবলিনে ৪৯০ রান তুলে ছেলে ও মেয়েদের ওয়ানডে মিলিয়ে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ডের মেয়েরা। এক ম্যাচ পর নিউজিল্যান্ডের ব্যাটার এমেলিয়া কের ২৩২ করে গড়েন মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড। মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান তুলে ইংল্যান্ড ভেঙে দেয় ছেলেদের ওয়ানডেতে তাদেরই গড়া সর্বোচ্চ দলীয় সংগ্রহের আগের বিশ্ব রেকর্ড। সেই ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই বৃহস্পতিবার টাউনটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে ২১৬ রান তুলে মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। তারা ছাড়িয়ে যায় গত মার্চে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার করা ২০৯ রানকে।  নিউজিল্যান্ডের সুজি বেটস মাত্র ৬৬ বলে খেলেন অপরাজিত ১২৪ রানের টর্নেডো ইনিংস। কিন্তু নিউজিল্যান্ডের রেকর্ড ঘন্টা দুয়েকও টেকেনি! একই মাঠে সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচে ইংল্যান্ড তোলে ৩ উইকেটে ২৫০ রান! ইংল্যান্ডের তাম্মি বিউমন্ট সেঞ্চুরি করেন মাত্র ৪৭ বলে! এটি আবার মেয়েদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকাকে ১২৯ রানে থামিয়ে ইংল্যান্ড ম্যাচও জিতেছে ১২১ রানের বড় ব্যবধানে।

       

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৮/পরাগ