খেলাধুলা

সাব্বিরের ১৬৫, ড্রয়ের পথে চারদিনের ম্যাচ

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৩৬০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। আগের দিনে ১৪৪ রানে অপরাজিত থাকা সাব্বির রহমান ও জাকির হাসান আজ শুক্রবার চতুর্থ দিনে ব্যাট করতে নামেন। সাব্বির তার ব্যক্তিগত সংগ্রহে ২১ রান যোগ করে আউট হন। তিনি আউট হওয়ার পর দ্রুতই উইকেট হারাতে থাকে ‘এ’ দল। শেষ পর্যন্ত ১৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪১৪ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। ৩৫ রানের লিড নিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দল আবার ব্যাট করতে নেমেছে। সাব্বির রহমান ২৮৭ বল খেলে ১৬টি চার ও ২ ছক্কায় ১৬৫ রান করেন। তিন বছর পর তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ভারতের ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। সাব্বির রহমান ছাড়াও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ২৪৩ বল খেলে ৯ চার ও ৩ ছক্কায় ১৩৫ রান করে তৃতীয় দিনে আউট হয়েছিলেন। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে দলীয় সংগ্রহে ২০৯ রান যোগ করেছিলেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৮/আমিনুল