খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ নওয়াজ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নাভিদ নওয়াজ। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে প্রাক্তন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৭ সালের মে থেকে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন ডেমিয়েন রাইট। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ শেষে এই অস্ট্রেলিয়ানের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এবার তার স্থলাভিষিক্ত হলেন নওয়াজ। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগ দেওয়ার কথা জানায়। ৪৪ বছর বয়সি নওয়াজ শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টে প্রথম ইনিংসে ২১ ও দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৭৮ রান। খেলোয়াড়ী জীবন শেষে তিনি কোচিংয়ে যুক্ত হয়ে পড়েন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে কাজ করেছেন নওয়াজ। ২০১৪-১৫ সালে ছিলেন শ্রীলঙ্কা ইমার্জিং দলের ব্যাটিং কোচ। ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স লেভেল থ্রি কোচিং কোর্স করেছেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৮/পরাগ