খেলাধুলা

দুই সেঞ্চুরিতে দুইয়ে রুট

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি তুলে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হওয়া রুট ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন। চার ধাপ এগিয়ে ছয় নম্বর থেকে দুইয়ে অবস্থান করছেন রুট। ভারতের বিপক্ষে রুট পরপর দুই ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়েছেন। লর্ডসে ১১৩ রানের পর লিডসে ১০০ রান করেন ইংলিশ টেস্ট অধিনায়ক। দুই ম্যাচেই রুট ছিলেন অপরাজিত। প্রথম ওয়ানডেতে করেছিলেন ৩ রান। সিরিজে ২১৬ রান করে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে ডানহাতি ব্যাটসম্যান। শীর্ষে আছেন বিরাট কোহলি।  ভারতের অধিনায়ক পেয়েছেন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ১৯১ রান করেন কোহলি। তার রেটি পয়েন্ট ৯১১। রুটের থেকে ৯৩ রেটিং পয়েন্ট এগিয়ে কোহলি। সর্বকালের সেরা রেটিংয়ে ছয়ে কোহলির রেটিং পয়েন্ট। সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন কোহলি। ১৯৮৫ সালের ডিসেম্বরে ৯৩৫ রেটিং পয়েন্ট পেয়েছিলেন স্যার ভিভিয়ান রিচার্ডস। সবশেষ ৯১৮ রেটিং পয়েন্ট পেয়েছিলেন ডিন জোন্স ১৯৯১ সালের মার্চে।  এদিকে বল হাতে দ্যুতি ছড়ানোয় স্পিনার কুলদীপ যাদব প্রথমবারের মতো ছয় নম্বরে উঠে এসেছেন। এর আসে সেরা দশে আসলেও এবার সেরা র‌্যাঙ্কিং পেয়েছেন কুলদীপ। অবনমন হয়েছে আরেক স্পিনার যুজুবেন্দ্র চাহালের। ইনজুরির কারণে সিরিজ খেলতে পারেননি জসপ্রিত বুমরাহ। ডানহাতি এ পেসার রয়েছেন ওয়ানডে বোলিংয়ের শীর্ষে। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতায় শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ১২৭ পয়েন্ট তাদের। ভারতের পয়েন্ট ১২১। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/ইয়াসিন