খেলাধুলা

রিয়ালে এখন ফ্রি-কিক নেবেন কে?

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে যোগ দিয়েছেন। ‘লস ব্ল্যাঙ্কোস’দের এখন নতুন ফ্রি-কিক ‘টেকার’ খুঁজতে হচ্ছে। ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে দলের বেশিরভাগ ফ্রি-কিক রোনালদোই নিতেন। পর্তুগিজ ফরোয়ার্ড চলে যাওয়ার পর তাই প্রশ্ন উঠছে, রিয়ালের হয়ে এখন ফ্রি-কিক নেবেন কে? রিয়াল কোচ জুলেন লোপতেগুইয়ের জন্য স্বস্তির খবর, ফ্রি-কিক থেকে গোল করার মতো সামর্থ্যবান অনেক খেলোয়াড়ই দলে আছেন। যদিও তারা কেউই রোনালদোর মতো ফ্রি-কিক ‘স্পেশালিষ্ট’ নন। একটি পরিসংখ্যান দেখা যাক। ২০০৮-০৯ মৌসুম থেকে রিয়ালের ২১ জন ভিন্ন খেলোয়াড় কমপক্ষে একটি হলেও সরাসরি ফ্রি-কিক নিয়েছেন। এই সময়ে রিয়াল ফ্রি-কিক পেয়েছে ৬১৯টি। যার ৪৪৪টিই নিয়েছেন রোনালদো। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্যারেথ বেল নিয়েছেন ৫৫টি। রিয়াল মাদ্রিদে রোনালদো-যুগে কে কয়টি ফ্রি-কিক নিয়েছেন ১. ক্রিস্টিয়ানো রোনালদো- ৪৪৪ ২. গ্যারেথ বেল- ৫৫ ৩. মেসুত ওজিল- ১৮ ৪. হামেস রদ্রিগেজ, জাবি আলোনসো- ১৬ ৫. সার্জিও রামোস- ১৪ ৬. এস্তেবান গ্রানেরো- ১১ ৭. মার্কো অ্যাসেনসিও, অ্যাঙ্গেল ডি মারিয়া- ৮ ৮. গুতি- ৭ ৯. ইসকো- ৬ ১০. কাকা- ৩ ১১. রাফায়েল ভ্যান ডার ভার্ট, নুরি সাহিন, টনি ক্রুস, কাসেমিরো- ২ ১২. নাচো, লুকা মডরিচ, রয়স্টন, ড্রেনথে, এজেকিয়েল গ্যারে, করিম বেনজেমা- ১ রোনালদো একাই ৭২ শতাংশ ফ্রি-কিক নিয়েছেন। যা থেকে ৩৩টি গোলে পরিণত করেছেন। সফলতার হার ৭.৪ শতাংশ। অন্য কেউ রোনালদোর ধারেকাছেও নেই। রোনালদো থাকাকালীন রিয়ালের হয়ে সরাসরি-ফিকে গোল করা খেলোয়াড়ের সংখ্যাও বেশি নয়। ফ্রি-কিক থেকে বেল গোল করেছেন ৪টি, ওজিল ও রদ্রিগেজ ৩টি করে, একটি করে গোল করেছেন আলোনসো, রামোস, অ্যাসেনসিও, ইসকো, কাকা এবং নাচো। স্কোয়াডের বর্তমান খেলোয়াড়দের মধ্যে ইসকো, ক্রুস, অ্যাসেনসিও, বেল এবং রামোস ফ্রি-কিক নেওয়ার মূল প্রার্থী। তথ্যসূত্র : মার্কা। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/পরাগ