খেলাধুলা

ওয়ালটন দ্বিতীয় জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা চলতি মাসে

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা-২০১৮’। আট দলের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার বিষয়ে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাকিতায় এবার দ্বিতীয় জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে ওয়ালটন গ্রুপ। চলতি মাসের ২৬, ২৭ ও ২৮ জুলাই অনুষ্ঠিত হবে এবারের এই প্রতিযোগিতা। যেখানে সার্ভিসেস ও বিভাগীয় আটটি দল অংশ নিবে। আটটি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’ এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘প্রথম জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিলাম আমরা। এবার দ্বিতীয় আসরের সঙ্গেও সম্পৃক্ত হয়েছি। ওয়ালটন গ্রুপ নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। ক্রিকেটের আদলের খেলা বেসবলে নারীরাও এগিয়ে আসুক। তারাও নিজেদের প্রতিভা মেলে ধরুক। সামনে এগিয়ে যাক। সে লক্ষ্যেই দ্বিতীয় জাতীয় মহিলা বেসবলেও পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়ালটন গ্রুপ। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীর ও মনে সুস্থ্য-সবলভাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ওয়ালটন। তরুণরাই তো বাংলাদেশের ভবিষ্যত। আশা করব মেয়েদের ক্রিকেটের মতো মেয়েদের বেসবলও এক সময় সাফল্য অর্জন করবে। জনপ্রিয়তা পাবে।’ এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল । রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৮/আমিনুল