খেলাধুলা

৪ আগস্ট মুখোমুখি জুভেন্টাস-রিয়াল

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান সিরি’আ লিগ শুরু হতে এখনো ঢের দেরি। এই সময়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ খেলবে জুভেন্টাস। যেখানে অংশ নিচ্ছে রিয়াল মাদ্রিদও। আর ৪ আগস্টই দেখা হচ্ছে রোনালদোর জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের। বাংলাদেশ সময় ৪ আগস্ট দিবাগত ভোর ৪টা ৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচে রোনালদো খেলবেন কিনা সেটা নিশ্চিত নয়। কারণ, জুভেন্টাসে যোগ দেওয়ার সময় রোনালদো বলেছিলেন তিনি রিয়ালের বিপক্ষে খেলবেন না। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ রোনালদোকে সেই সময়ের রেকর্ড ৮৪.৬ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায়। সেই থেকে টানা ৯ বছর তিনি রিয়ালের হয়ে খেলেন। রোনালদোর প্রতিভার বিকাশটুকু এখানেই হয়। বড় তারকা তিনি বার্নাব্যুর ঘাস মাড়িয়েই হয়ে ওঠেন। রিয়ালের হয়ে এমন কোনো শিরোপা নেই যা তিনি জিতেননি। হয়ে উঠেছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে গোলের রাজা। অবশেষে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে ১০ জুলাই ১০০ মিলিয়ন ইউরোতে তিনি যোগ দিয়েছেন ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব জুভেন্টাসে। রিয়ালে থাকাকালিন লিওনেল মেসির সঙ্গে পাল্লা দিয়ে ব্যালন ডি’অর ও গোল্ডেন বুট জিতেছেন রোনালদো। হয়েছেন ফুটবল ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ী ফুটবলার (পাঁচবার)। চারবার জিতেছেন গোল্ডেন বুট। ছয়বার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তিনবার জিতেছেন পিচিচি অ্যাওয়ার্ড। এবার জুভেন্টাসের হয়ে ইতিহাস রচনা করার পালা সিআর৭ এর। এই বয়সে ইতালির ক্লাবটির হয়ে তিনি কতদূর যেতে পারেন দেখার বিষয়। রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৮/আমিনুল