খেলাধুলা

পরিসংখ্যানে বাংলাদেশ-উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ওয়ানডেতে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে ২৮ বার। ওয়েস্ট ইন্ডিজের জয় ১৯টিতে, বাংলাদেশ জিতেছে ৭টি, বাকি দুই ম্যাচের ফল হয়নি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ম্যাচ হয়েছে ১০টি। যেখানে বাংলাদেশের জয় মাত্র ৩টি। সেটাও ২০০৯ সালে, খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাকি ৭টিই জিতেছে ক্যারিবীয়রা। একটি পরিসংখ্যান থেকে অবশ্য বাংলাদেশ অনুপ্রেরণা পেতেই পারে। প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ এর আগে ওয়ানডে ম্যাচ খেলেছি একটি এবং সেটি জিতেছে। ২০০৭ বিশ্বকাপে সে জয়টা ছিল অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের আরো কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক: সর্বোচ্চ দলীয় স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ৩৩৮/৭, সেন্ট কিটস, ২০১৪

বাংলাদেশ ২৯২/৬, খুলনা, ২০১২

 

সর্বনিম্ন স্কোর:

বাংলাদেশ ৫৮, ঢাকা, ২০১১

ওয়েস্ট ইন্ডিজ ৬১, চট্টগ্রাম, ২০১১

 

সেরা তিন রান সংগ্রাহক

মারলন স্যামুয়েলস (উইন্ডিজ) – ৫৩৩

ক্রিস গেইল (উইন্ডিজ)- ৫১৯

মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ৫০৫

 

সেরা তিন উইকেটশিকারি:

কেমার রোচ (উইন্ডিজ)- ২৮

আব্দুর রাজ্জাক (বাংলাদেশ)- ১৯

রবি রামপাল (উইন্ডিজ)-১৭ রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/পরাগ