খেলাধুলা

দিবারাত্রির টেস্ট না খেলার কারণ জানালেন প্রধান নির্বাহী

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের মাটিতে তিনটি করে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সফরে একটি টেস্ট ম্যাচ দিবারাত্রিতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের প্রস্তাবে রাজী হয়নি। ফলে তিনটি টেস্ট ম্যাচই হবে সকাল থেকে বিকেল পর্যন্ত। প্রথমবারের মতো দুই দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। দিবারাত্রির টেস্ট না খেলার কারণ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার ভাষ্য,‘ডে-নাইট টেস্ট না খেলার কারণগুলোও আমরা ওদের সামনে তুলে ধরেছি। এরপরই সিদ্ধান্ত হয় ডে-নাইট টেস্ট না খেলার। ডে-নাইট টেস্ট খেলার আগে আমাদেরকে এখানে (ঘরের মাঠে) খেলতে হবে। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে তা বাস্তবায়ন করতে হবে। এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। কারণ জাতীয় দলের ব্যস্ত সূচি এবং সময় কম থাকায় আমরা এখন ডে-নাইট টেস্টের প্রস্তুতি নিতে পারব না। তারথেকেও বড় কথা প্রথম শ্রেণির ক্রিকেটে যদি এটা খেলানো না হয় তাহলে কিভাবে মূল টেস্টে খেলবে ক্রিকেটাররা।’ গোলাপি বলে দিবারাত্রির টেস্ট এখন পর্যন্ত খেলেনি বাংলাদেশ। ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচ দিবারাত্রির আয়োজন করেছিল বিসিবি। এরপর এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে দিবারাত্রির চারদিনের ম্যাচ আয়োজন করেনি ঘরোয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগামী মৌসুমেও সেই পরিকল্পনা নেই বিসিবির। আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ১৬ ও ২০ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ ও ডানেডিনে। হ্যামিল্টনে প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। ৮ মার্চ ওয়েলিংটনে শুরু দ্বিতীয় টেস্ট। আর ক্রাইস্টচার্চে শেষ টেস্ট শুরু হবে ১৬ মার্চ থেকে। বাংলাদেশ এর আগে মাত্র তিনবার তিন টেস্টের সিরিজ খেলেছে। প্রথমবার ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয়বার ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর সবশেষ ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে তিন টেস্টের সিরিজ। বাংলাদেশ সর্বশেষ নিউজিল্যান্ড সফর করেছিল ২০১৬ সালে। সেবার তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের প্রতিটিই হেরেছিল সফরকারীরা। রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৮/ইয়াসিন