খেলাধুলা

সাসেক্সের বাকি ম্যাচে থাকছেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক : ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে সাসেক্সের হয়ে খেলবেন রশিদ খান। শুরু থেকে থাকলেও টি-টোয়েন্টি ব্লাস্ট মিশনের মাঝপথে থেকে সরে দাঁড়িয়েছিলেন রশিদ খান। তবে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বিশ্বসেরা এ স্পিনারকে দল পাচ্ছে সাসেক্স। ফলে দলটির হয়ে বাকি ৭টি ম্যাচে দেখা যাবে আফগান এ ঘূর্নি জাদুকরকে। টি-টোয়েন্টি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে নম্বর ওয়ান অবস্থানে স্পিনার রশিদ খান। সাসেক্সের হয়ে পাঁচ ম্যাচ খেলে ২১.৫০ গড়ে ৬টি উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সি এ তারকা। বিশ্বসেরা এ স্পিনারকে দলে পাওয়ায় মুগ্ধ সাসেক্সের কোচ জেসন গিলেস্পি। আফগান স্পিনারকে ফের দলে পেয়ে উচ্ছ্বসিত গিলেম্পি বলেন, ‘গ্রুপপর্বের বাকি সব ম্যাচে তাকে দলে পাওয়াটা বিস্ময়কর।’ ২০১৬ সালের আগস্টে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর কাঁধের ইনজুরিতে পড়েন বাংলাদেশি এ বোলার। সেখানে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে খেলায় ফিরলেও আলোচিত এ পেসারের কাটারে আগের মতো ধার দেখা যাচ্ছে না বলে মনে করেন সমালোচকরা। রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৮/শামীম