খেলাধুলা

আয়ারল্যান্ডে মুমিনুলের ইতিহাস গড়া ইনিংস

ক্রীড়া ডেস্ক : মুমিনুল হককে বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে ধরা হয়। তবে ওয়ানডে দলে জায়গা করে নিতে এবার নির্বাচকদের নজর কাড়ছেন তিনি। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চতুর্থ আনঅফিসিয়াল ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রেকর্ড গড়া বিধ্বংসী এক ইনিংস খেলেছেন মুমিনুল।স্বাগতিকদের বিপক্ষে আজ ১৩৩ বলে ১৮২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন তিনি। দেশের বাইরে বাংলাদেশি কোনো ক্রিকেটারের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা সর্বোচ্চ রানের ইনিংস। তার দুর্দান্ত এ ইনিংসে ভর করে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৮৫ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে আয়ারল্যান্ডে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল। মূল দলের হয়ে মুমিনুল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। এরপর ৫০ ওভারের ক্রিকেটে আর দলে ডাকা হয়নি তাকে। এই সফরে দারুণ পারফরম্যান্সকে ওয়ানডে দলে ফেরার বড় সুযোগ হিসেবে কাজে লাগাতে পারবেন মুমিনুল। দেশের বাইরে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল তামিম ইকবালের ২০০৯ সালে জিম্বাবুয়েতে ১৫৪। এছাড়া লিস্ট ‘এ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটিও আজ মুমিনুলের হাতের কাছেই ছিল। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে মোহামেডনের হয়ে রকিবুল হাসান করেছিলেন ১৯০ রান। আজ ইনিংসের ৫ ওভার বাকি থাকতেই আউট হয়ে যান মুমিনুল। দলীয় ৩২৮ রানের সময় রান আউটে কাটা পড়েন তিনি। তার ১৮২ রানের ইনিংসটি ২৭টি চার ৬ ছক্কায় সাজানো। মুমিনুলের রেকর্ড গড়া ইনিংসের দিন মোহাম্মদ মিুথুন ৫১ বলে ৮৬ ও ওপেনার জাকির হাসান ৯৩ বলে ৭৯ রানের চমৎকার ইনিংস খেলেন। চতুর্থ এই আনঅফিসিয়াল ম্যাচে জয় পেলে সিরিজে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে মুমিনুলের বাংলাদেশ ‘এ’ দল। রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৮/শামীম