খেলাধুলা

ওয়ালটন ৩৮তম জাতীয় মহিলা দাবার শীর্ষে ১০ জন

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে ‘ওয়ালটন ৩৮তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা-২০১৮’। ইতিমধ্যে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। দুই রাউন্ডের খেলা শেষে ১০ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, নোশিন আঞ্জুম, জাহানারা হক রুনু, ফারজানা হোসেন এ্যানি, প্রতিভা তালুকদার, ওয়ালিজা আহমেদ, মোছাম্মৎ ঝর্না বেগম  ও কিশোয়ারা সাজরীন ইভানা। আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ জান্নাতুল ফেরদৌসকে, ইভানা মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলীকে, মহিলা ফিদে কাজী জারিন তাসনিমকে, মহিলা ফিদে মাস্টার জাকিয়া ঠাকুর জানিয়া হককে, নোশিন জান্নাতুল ফেরদৌসকে, রুনু নুশরাত জাহান আলোকে, এ্যানি নাফিসা নুশরাত জাহানকে, প্রতিভা সাদিয়া আফরীন সামিয়াকে, ওয়ালিজা ইশরাত জাহান দিবাকে পরাজিত করেন। ঝর্না সাবরিনা জাহান সেজুতির বিপক্ষে ওয়াক-ওভার পান। আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে তৃতীয় রাউন্ডে খেলা শুরু হবে। এই প্রতিযোগিতা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। ১ লাখ টাকা প্রাইজমানির এই প্রতিযোগিতায় ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ৪৬ জন মহিলা দাবাড়–রা অংশ নিয়েছেন। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ২৫ হাজার, রানার-আপ ১৮ হাজার, তৃতীয় ১৩ হাজার, চতুর্থ ৮ হাজার, পঞ্চম ৭ হাজার, ষষ্ঠ ৫ হাজার এবং সপ্তম থেকে চতুর্দশ প্রত্যেকে ৩ হাজার টাকা করে প্রাইজমানি পাবেন। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে বিজয়ীদের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল । রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৮/আমিনুল