খেলাধুলা

চার গোল করে উচ্ছ্বসিত শামসুন্নাহার

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ১৪টি গোলের চারটি করেছেন শামসুন্নাহার জুনিয়র। তিনি ম্যাচের ৫০, ৫৪, ৫৭ ও ৯০ মিনিটে গোল চারটি করেন। দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত শামসুন্নাহার। হংকংয়ের মতো এখানেও শিরোপা জিততে চান তিনি। এদিকে মেয়েদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। বাংলাদেশ দলের প্রশংসা করেছেন পাকিস্তানের কোচও। ম্যাচ শেষে শামসুন্নাহার জুনিয়র বলেন, ‘বড় ব্যবধানে এই ম্যাচ জিততে পেরে ও নিজে ৪ গোল করতে পেরে আমি খুবই খুশি। আমি আমাদের কোচ গোলাম রাব্বানী ছোটন স্যার ও পল স্যারকে ধন্যবাদ দিতে চাই। গেল ৭ মাস ধরে তারা আমাদের বিভিন্ন কৌশল শিখিয়েছেন। আমি তাদের নির্দেশনা মতোই খেলেছি। এই টুর্নামেন্টে আমি আমাদের দলকে চ্যাম্পিয়ন বানাতে চাই। যেমনটা হংকংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে করেছিলাম।’ এমন জয়ে খুশি কোচ গোলাম রাব্বানী ছোটনও, ‘পাকিস্তানের বিপক্ষে মেয়েরা খুবই ভালো খেলেছে। পুরো ৯০ মিনিট তারা পাকিস্তানের উপর প্রভাব বিস্তার করে খেলেছে। যেভাবে তারা খেলেছে তাতে আমি খুশি। আজ মেয়েরা তাদের সেরাটা দিয়ে খেলেছে। আসলে এটা গেল ৭ মাসের পরিশ্রমেরই প্রতিফলন। আমাদের সমর্থন করায় সকলকে ধন্যবাদ।’ পাকিস্তানের কোচ বাংলাদেশ দলের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। তারা খুবই ভালো খেলেছে। তারা টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, স্কিল ও স্পিডে খুবই দারুণ দল। অভিজ্ঞ ও শক্তিশালী দল। তারা এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। আমরা এবারই প্রথম খেলতে এসেছি। আমরা শিখতে এসেছি।’ রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৮/আমিনুল