খেলাধুলা

গেইল ঝড়েও জয় পায়নি সেন্ট কিটস

ক্রীড়া ডেস্ক : বুধবার পর্দা উঠেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের। দ্বিতীয় দিন বৃহস্পতিবার মাঠে নামে ক্রিস গেইলের সেন্ট কিটস এন্ড নেভিস। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে সেন্ট কিটস। ব্যাট হাতে ঝড় তোলেন ক্রিস গেইল। ১৮.৩ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। ৬৫টি বল মোকাবেলা করেন। তার মধ্যে ৫টিকে ছক্কায় ও ৭টিকে চারে পরিণত করেন। ১৩২.৩০ স্ট্রাইক রেটে রান করেন ৮৬টি। অবশ্য তিনি ছাড়া আর কেউ ১৫ রানের বেশি করতে পারেনি। ফলে দলীয় সংগ্রহও ১৪৫ রানের বেশি হয়নি। ১৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ারের ঝোড়ো ইনিংসে ২১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। হেটমায়ার ৪৫ বল খেলে ৯ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন। তার সঙ্গে অপরাজিত ২৫ রান করেন ক্রিস গ্রিন। বল হাতে সেন্ট কিটসের শেল্ডন কটরেল ও সন্দীপ লামিচানে ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের শিমরন হেটমায়ার। রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৮/আমিনুল