খেলাধুলা

তৃতীয় টেস্টেও কপাল পুড়ল স্টোকসের

ক্রীড়া ডেস্ক : ব্রিস্টলে মারামারির ঘটনায় আদালতের শুনানির জন্য ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছিলেন না বেন স্টোকস। এবার ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টেও স্টোকস ছাড়া অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্টের প্রথমটিতে মাঠে নেমেছিলেন স্টোকস। এরপর লর্ডসে ইংল্যান্ডের ইনিংস ও ১৫৯ রানের জয়ের ম্যাচে দলে ছিলেন না তিনি। শনিবার ‍শুরু হওয়া তৃতীয় টেস্টেও থাকছেন না এ ইংলিশ অলরাউন্ডার। স্টোকসকে দলে না নেওয়া প্রসঙ্গে ইসিবি জানায়, ‘ব্রিস্টলের ঘটনায় আদালতের শুনানি না হওয়া পর্যন্ত স্টোকসের দলে আসার ব্যাপারটি যাচাই করা হবে।’ ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্টে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ইংলিশদের ১৩ সদস্যের দলে গত ম্যাচে অলরাউন্ডার মঈন আলী ও অভিষেকের অপেক্ষায় থাকা জেমি পোর্টার একাদশে জায়গা পাননি। তৃতীয় টেস্টে ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালিস্টার কুক, স্যাম কুরান, কিয়েটন জেনিংস, ওলিয়ে পোপ, জেমি পোর্টার, আদিল রশিদ, ক্রিস ওকস। রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/শামীম