খেলাধুলা

বিবিসি থেকে বিবিএ!

ক্রীড়া ডেস্ক : করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো আগে থেকেই রিয়ালে ছিলেন। ২০১৩ সালে রেকর্ড দল বদল ফিতে ওয়েলস ফুটবলার গ্যারেথ বেল রিয়ালে যোগ দেন। তাতে ক্লাব বিশ্ব পায় দুর্দমনীয় ত্রয়ী বেনজেমা-বেল-ক্রিস্টিয়ানো রোনালদোকে (বিবিসি)। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত এই তিন স্ট্রাইকার রিয়াল মাদ্রিদকে অনেক জয় উপহার দিয়েছেন। শোকেসে তুলে দিয়েছেন অনেকগুলো শিরোপা। তবে সদ্য সমাপ্ত দল বদল মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে যান। তাতে ছেদ পরে বিবিসিতে। বিবিসির সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়টিই নেই এখন মাদ্রিদে। তাই মাদ্রিদিস্তারা সান্ত¡না খুঁজছেন অন্য জায়গায়। রোনালদোর পরিবর্তে এখন রিয়ালের স্ট্রাইকার লাইন-আপ দাঁড়াচ্ছে বেল-বেনজেমা ও আসেনসিওতে (বিবিএ)। অর্থাৎ বিবিসি থেকে এটা এখন বিবিএ হয়ে গেছে। রোনালদো থাকতে দলের অন্যান্য ফুটবলাররা একটু রিলাক্সে খেলতে পারতেন। রোনালদো তার কাঁধে দায়িত্ব তুলে নিয়ে ম্যাচ জেতাবেন। কিন্তু এখন আর সেটা পারবে না রিয়ালের বর্তমান তারকারা। এখন রোনালদো নেই। তাই সবাইকে তার নিজ নিজ দায়িত্বটুকু পালন করতে হবে। রোনালদো চলে যাওয়ায় অন্যান্য স্ট্রাইকাররা নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বিবিএ কতটুকু কী করতে পারে সেটা দেখার বিষয়। রোনালদো চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগ শক্তিশালী করতে মনোযোগী হয়েছে। পাশাপাশি সেট পিস থেকে পাওয়া সুযোগগুলো যাতে সঠিকভাবে কাজে লাগানো যায় সেদিকেও জোর দিচ্ছে তারা। নজর দিচ্ছে ফ্রি কিক ও পেনাল্টি থেকে গোল করার দিকেও। একজন রোনালদো না থাকায় নানা টেকনিক ও ট্যাকটিসের আশ্রয় নিতে হচ্ছে কোচ জুলেন লুপেতেগুইকে। রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/আমিনুল