খেলাধুলা

সুপার কাপ খেলতে তাল্লিনে রিয়াল-অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক : উয়েফা সুপার কাপের লড়াই সামনে রেখে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী দুই দল মুখোমুখি হয় উয়েফা সুপার কাপে। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল, আর ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছিল অ্যাটলেটিকো। দুই নগরপ্রতিদ্বন্দ্বী বুধবার রাতে তাল্লিনের ১৫ হাজার দর্শকধারণ ক্ষমতার লিল্লেকুলা স্টেডিয়ামে সুপার কাপে মুখোমুখি হবে।  

ম্যাচ সামনে রেখে সোমবার দুপুরে তাল্লিনে পৌঁছে দুই দল। রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস, মার্সেলোরা বিমানবন্দরে নামেন স্যুটেট-বুটেট হয়ে। অন্যদিকে অ্যাটলেটিকোর খেলোয়াড়দের পরনে ছিল ট্র্যাকস্যুট ট্রাউজার আর পোলোর টি-শার্ট। অ্যাটলেটিকো দল আছে তাল্লিনের র‍্যাডিসন বুল স্কাই হোটেলে। এর ১০০ মিটার দূরেই তাদের নগরপ্রতিদ্বন্দ্বীদের ঘাঁটি। মঙ্গলবার মাঠে অনুশীলন করবে দুই দল।  

সুপার কাপের ম্যাচ দিয়ে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে কদিন আগেই চেলসি থেকে বার্নাব্যুতে যাওয়া গোলরক্ষক থিবো কোর্তোয়ার। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে অ্যাটলেটিকোকে হারাতে পারেনি রিয়াল।

   

রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/পরাগ