খেলাধুলা

লজ্জার রেকর্ডে শুরু, লজ্জার রেকর্ডেই শেষ প্রোটিয়াদের

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ দেড় মাসের শ্রীলঙ্কা সফরে কী কী পেল দক্ষিণ আফ্রিকা? প্রোটিয়াদের অর্জন বলতে শুধু ওয়ানডে সিরিজটাই জিতেছে। বিপরীতে সঙ্গী করেছে দুটি বিব্রতকর রেকর্ড। এই সফরে আট ম্যাচে (প্রস্তুতি ম্যাচ ছাড়া) দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র তিনটি। বাকি পাঁচটিতেই জিতেছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট সিরিজ ও গতকাল একমাত্র টি-টোয়েন্টি জিতেছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার সফর শুরু হয়েছিল বিব্রতকর রেকর্ডে। গলে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয় ১২৬ রানে। যেটি শ্রীলঙ্কার মাটিতে তাদের সর্বনিম্ন স্কোর। সেখানেই শেষ নয়, পরের দিনই রেকর্ডটা নতুন করে লেখে তারা, দ্বিতীয় ইনিংসে । ১৯৯১ সালে নির্বাসন থেকে ফেরার পর যা প্রোটিয়াদের সর্বনিম্ন স্কোরও। দুই টেস্টেই শ্রীলঙ্কা সামনে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। গলে ২৭৮ রানের হারের পর কলম্বোয় ১৯৯ রানের হার সঙ্গী করে সফরকারীরা। ওয়ানডে সিরিজে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। প্রথম তিন ম্যাচ জিতেই নিশ্চিত করে ফেলে সিরিজ জয়। এর মধ্যে তৃতীয় ম্যাচে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তি গড়েন রেজা হেনড্রিকস। তবে শেষ দুই ম্যাচেই হেরে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজ জিতেও তাই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিন থেকে তারা নেমে যায় চার নম্বরে। ক্ষেত্ররমায় গতকাল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কান স্পিনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ৯৮ রানেই। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে যা তাদের সর্বনিম্ন স্কোর। লজ্জার রেকর্ডে সফর শুরু করে শেষটাও লজ্জার রেকর্ড দিয়েই করল প্রোটিয়ারা। রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৮/পরাগ