খেলাধুলা

ট্রুম্যানের ৩০০ উইকেট

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার নিল হকের ব্যাট ছুঁয়ে বল জমা পড়েছিল স্লিপে কলিন কাউড্রের হাতে। ১৯৬৪ সালে ওভালে আজকের দিনটিতেই হককে ফিরিয়ে প্রথম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ফ্রেড ট্রুম্যান। ওল্ড ট্র্যাফোর্ডে আগের ম্যাচটা মিস করেছিলেন। ট্রুম্যান ওভাল টেস্ট শুরু করেন ২৯৭ উইকেট নিয়ে। ইংলিশ ডানহাতি ফাস্ট বোলার সংখ্যাটা ২৯৯-এ নিয়ে যান দ্রুতই। লাঞ্চ বিরতির আগে ট্রুম্যান পরপর দুই বলে নেন দুই উইকেট। কিন্তু হ্যাটট্রিকটা পাননি। হ্যাটট্রিক বল ঠেকিয়েছিলেন হক। পরে সেই হকের উইকেট নিয়েই উঠে যান তিনশর চূড়ায়। ট্রুম্যানকে জিজ্ঞেস করা হয়েছিল, তার রেকর্ড কেউ ভাঙবে বলে মনে করেন কি না। ট্রুম্যান উত্তর দিয়েছিলেন এভাবে, ‘যেই হোক না কেন, সে হবে ভীষণ ক্লান্ত একজন মানুষ।’ ১৯৭৫-৭৬ পর্যন্ত ট্রুম্যানের ৩০৭ উইকেট ছিল বিশ্ব রেকর্ড। রেকর্ডটা এখন যার দখলে, তার উইকেটসংখ্যা ট্রুম্যানের দ্বিগুণেরও বেশি! ঠিক ৮০০ উইকেট নিয়ে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারির আসনটা দখলে রেখেছেন শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৮/পরাগ