খেলাধুলা

ফের হাঁটুর চোটে ডি ব্রুইন

ক্রীড়া ডেস্ক : আবারো হাঁটুর চোটে পড়েছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইন। বুধবার দলের সঙ্গে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান বেলজিয়ান এ তারকা। ডি ব্রুইনের হাঁটুর চোট নতুন কোনো ঘটনা নয়। ২০১৬ সালে ডান হাটুর ইনজুরির কারণে ক্লাবের হয়ে ১২টি ম্যাচ খেলতে পারেননি তিনি। ওই সময় ইএফএল কাপের সেমিফাইনালেও এভারটনের বিপক্ষে খেলতে পারেননি এ মিডফিল্ডার। তবে সদ্য পাওয়া এই ইনজুরির কারণে তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকা লাগবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতবার ম্যানচেস্টার সিটির মৌসুম সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ডি ব্রুইন। সিটিজেনদের হয়ে ১২ গোলের সঙ্গে সতীর্থের ২১ গোলে ভূমিকা ছিল তার। এছাড়া ইংলিশ লিগ শিরোপা ও ইএফএল কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ইংলিশ লিগে এবারও মৌসুমটি দারণভাবে শুরু করেছে ডি ব্রুইনের ক্লাব ম্যানসিটি। নিজেদের প্রথম ম্যাচেই আর্সেনালের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার দলটি। লিগে আগামী রোববার হুদার্সফিল্ড টাউনের বিপক্ষে ঘরের মাঠে পরের ম্যাচটি খেলবে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৮/শামীম